Sunday, April 25, 2010
ঘটনার সূত্রপাত, আমার বড় বোন কে নিয়ে। প্রতিদিনই তার কাছে ডজন খানেক এ. রিকোয়েস্ট কিংবা ফ্রেন্ড রিকোয়েস্ট আসে। তিনিও ধৈর্য সহকারে যতটুকু সম্ভব Ignore করে যান। একদিন তার বাসায় কি কাজে যেন ঘুরতে গেলাম আর দেখলাম একটা একটা করে রিকোয়েস্ট ডিলিট করছে। শেষে আমাকে বললো, "তুই নাকি ফেসবুকের গুরু? এমন কোন সিস্টেম নেই যাতে একসাথে রিকোয়েস্ট গুলো রিমোভ করা যায়?" আমি পড়ে গেলাম মহা বিপদে। কারন তখনো আমি জানতাম না উপায়। অনেক ঘাটাঘাটি করে শেষে পেলাম !!! আপুও খুশি হয়ে...... থাক পারিবারিক ব্যাপার আর নাই বা বললাম ;)
সম্মানিত টেকি পাঠক, আপনিও কি পড়েছেন এই রকম সমস্যায়? বিশেষ করে মেয়েদের এই সমস্যাতে বেশী পড়তে হয়। আসুন ট্রিক্স টি জেনে নেওয়া যাক।
ব্যপারটি হয়তো অনেকেই জানেন। যারা জানেন না। আমার পোষ্ট টি তাদের জন্য
নিচের ছবিটি লক্ষ করুন ::::
0 Comments:
Subscribe to:
Post Comments (Atom)